সিংড়ায় করোনায় মৃত ব্যক্তির স্বেচ্ছায় দাফনে হিলফুল ফু্যুল সংগঠন এগিয়ে

0
270

মামুন অর রশিদ, সিংড়া,নাটোর: নাটোর সিংড়া উপজেলায় মহামারী করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় মৃত ব্যক্তির স্বেচ্ছায় দাফন-কাফনে এগিয়ে আসার প্রস্তুুতি গ্রহন করেছেন হিলফুল ফুযুল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনায় আক্রান্ত ছেলের ফেলে যাওয়া এবং মেয়ের কাধে বাবার মৃত লাশ দাফনে আর কোন আত্নীয় স্বজনদের চিন্তা করতে হবে না এগিয়ে এসেছে এ সংস্থাটি। আজ বৃহস্পতিবার ৩০ শে এপ্রিল বেলা ১২ টায় হিলফিল ফুযুল এর প্রধান উদ্যোক্তা মুফতি জাকারিয়া মাসউদ ও সহযোগীতায় কওমী মাদ্রাসার পরিচালক মোঃ মিজানুর রহমান সহ ১৫ জন সদস্যের সমন্বয়ে এ সংগঠটি উপজেলা নির্বাহী অফিসার জনাব, নাসরিন বানু কে একটি আবেদন পএ জমা প্রদান করেন। হিলফুল ফুযুল সংস্হাটির করোনা মহামারীতে আপন যখন হয়ে যায় পর সেই কঠিন পরিস্থিতিতে স্বেচ্ছায় কাফন- দাফনের ব্যবস্হা করায় এ সংগঠনকে মহান উদ্যোগ গ্রহন করায় স্বাগত জানিয়েছেন ডাঃ ফারজানা রহমান দৃষ্টি তাদের নিরাপওার কথা নিশ্চিত করে ৫ টি পিপি প্রদান করে মানবতার সেবায় একধাপ এগিয়ে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছেন তিনি। সাংগঠনিক উদ্যোক্তা মুফতি জাকারিয়া মাসুদ বলেন, করোনায় আক্রান্ত অবস্হায়, ভাই যখন ভাইকে ছেরে চলে যায়,ছেলে যখন বাবার শেষ সময়ে লাশটি দাফন না করে পালিয়ে যায় ঠিক তখন আমরা মুসলমান হয়ে মনে খুব কষ্ট পাই তার জন্য আমি এ মহান উদ্যোগ করেছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে দুই দোকানে জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোর সদর হাসপাতালের চিকিৎসক কারোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে