সিংড়ায় ডাব চোর দাবি করে একাদশ শ্রেনীর শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে নির্যাতন

0
268

সিংড়ায় ডাব চোর দাবি করে একাদশ শ্রেনীর শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে নির্যাতন

রাজু আহমেদ, সিংড়া, নাটোর কণ্ঠ: নাটোরের সিংড়ায় ডাব চুরির আখ্যা দিয়ে একাদশ শ্রেনীর ছাত্র আলামিন (১৬) কে বেদম মারপিটের অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থী কে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। আহত আলামিনের বোন হেলেনা বাদী হয়ে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে লালোর ইউনিয়নের নলবাতা গ্রামে। সে ঐ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

অভিযোগে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে ডাব বাগানে নিয়ে গিয়ে একই গ্রামের রিন্টু, ফারুক সহ ৪/৫ জন গাছের সাথে বেঁধে বেদম মারপিট করে আলামিন কে। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

আহত আলামিন জানান, সে এমকে ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। মাস খানেক আগে তাঁর এক বন্ধুর সাথে তারা খারাপ ব্যবহার করলে সে বাঁধা দেয়। এর জেরে তাঁকে মারা হয়েছে। তাছাড়া তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমাকে ডাব চোর আখ্যা দিয়ে মেরেছে এবং বলে তোর কোন বন্ধু আছে বাঁচায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আজও ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে