সিংড়ায় তুচ্ছ ঘটনায় কৃষককে মারপিট

0
619
singra

রাজু আহমেদ, নাটোর কণ্ঠ:

নাটোরের সিংড়ায় জমি নিংড়ানো না দেয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে কৃষক আজিদ (৩০) কে মারপিট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কৃষক আজিদের ভাই রেজাউল করিম।

জানা যায়, আজিদ তাঁর নিজ জমিতে আমন ধানের আবাদ করা কালিন সময় প্রতিপক্ষ জিল্লুর মোল্লা বাঁধা প্রদান করে এবং তাঁর জমি না নিংড়ানো হলে মারপিটের হুমকি দেয়। পরে নিজ বাড়িতে ফেরার পথে জিল্লুর পথ রোধ করে এবং হত্যার উদ্যেশ্য মাথাসহ শরীরে মারাত্নক আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, জিল্লুর রহমান এলাকায় ত্রাস সৃষ্টির পায়তারা করছে। এর আগে ও তাঁর বিরুদ্ধে অন্যকে মারপিট এবং একটি ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। এছাড়া গ্রামের সাধারন মানুষদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল জানান, এ বিষয় আমি শুনেছি, অন্যায়ভাবে মারপিট করার অভিযোগ রয়েছে।

সিংড়া থানার উপ পরিদর্শিক এসআই পবিত্র জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর জেলা কেন্দ্রীয় কার ও মাইক্রো স্ট্যান্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ার এই ভাঙ্গা সড়ক তুমি কার?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে