সিংড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-২,আটক-১

0
725
সংঘর্ষ

 সৌরভ সোহরাব,সিংড়া.নাটোরকন্ঠ:

নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। এই ঘটনায় স¤্রাট(২২) নামের এক যুবককে আটক করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার জুম্মার নামাজ পর উপজেলার কৈগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে। আহত আবেদ হাজি(৫৭) ও তাঁর ছেলে মহসিন(২৪) বর্তমান সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়,গত তিন দিন আগে উপজেলার কৈগ্রাম দক্ষিণ পাড়ার হাজি আবেদ আলী(৫৭) একই গ্রামের শরীফ খন্দকারের ছেলে স¤্রাট(২২)কে কৈগ্রাম বাজারের একটি চা স্টলে তাশ খেলতে নিষেধ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার কৈগ্রাম হাফেজিয়া মাদ্রাসা মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আবেদ আলী ও তার ছেলে মহসিনের উপর হামলা চালায় সম্রাট ও তাঁর ৫-৭জনের একটি সংঘবদ্ধদল। হামলায় আহত হয় হাজি আবেদ আলী ও তাঁর ছেলে মহসিন। পরে তাঁদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনার সাথে জড়িত স¤্রাটকে আটক করে সিংড়া থানায় আনা হয়। আটকৃত স¤্রাট ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস আলীর আপন শ্যালক বলে স্থানীয়রা জানান। সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধটাইটানিকের মতো ডুবে যাচ্ছি ? -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় হিন্দু পরিবারে খাদ্য সমগ্রী বিতরণ করলেন এমপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে