সিংড়ায় বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ

0
184
mayor

নাটোর কন্ঠ:
নাটোরের সিংড়ায় বন্যা আশ্রয় কেন্দ্রে খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের চকসিংড়ার টিবিএম কলেজে বন্যায় আশ্রিত ৯৮টি পরিবারের মাঝে চাল, ডাউল, আলু, তেল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ইউএনও মোছাঃ নাসরিন বানু ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, পৌর কাউন্সিলন আব্দুল জলিল, টিবিএম কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু বলেন, বন্যার কারণে এখন পর্যন্ত সিংড়া উপজেলার ১৪টি আশ্রয় কেন্দ্রে সহ¯্রাধিক লোক আশ্রয় গ্রহণ করেছে। সকলকে সচেতন করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় অচ্ছল মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী’র মাঝে বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে