সিংড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ,৭ ব্যবসায়ীকে জরিমানা

0
256
 সিংড়া, নাটোরকন্ঠ:
নাটোরের সিংড়ায় কঠোর লকডাউন বাস্তবায়ন করতে ৮ম দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত রয়েছে। ২১ এপ্রিল (বুধবার ) দুপরে সিংড়া পৌর এলাকা মাদ্রাসা মোড়, কলেজ গেট, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এম,এম, সামিরুল ইসলাম । অভিযান পরিচালনাকালে সরকারি আদেশ আমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী অফিসার এম,এম, সামিরুল ইসলাম প্রতিবেদককে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায় করতে ও করোনা সম্পর্কে জনসাধারণের মাঝে সচেনা বাড়াতে আমাদের অভিযান অব্যহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজও সিংড়ায় বিভিন্ন হাট বাজার ও শপিংমলগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সাথে ৭ ব্যবসায়ীকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা করা হয়েছে । সামনের দিনগুলোতেও এই অভিযান পরিচালিত হবে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় জমির ধান চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধভ্যান চালকের মৃতদেহ ভুট্টা ক্ষেতে পড়ে ছিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে