সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোররের সিংড়ায় লটারীর মাধ্যমে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা হলরুমে কৃষকের কাছ থেকে লটারীর মাধ্যমে এই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন,২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম সহ অন্যরা। উপজেলা নিবার্হী অফিসার মোছাাঃ নাসরিন বানু জানান, লটারীর মাধ্যমে বাছাই করে প্রতিজন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ টন করে ধান নেওয়া হবে। এবছর ৭ হাজার ২ শত ৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া চাল সংগ্রহ করা হবে সিদ্ধ চাল ৩৯১০ মেট্রিক টন, আতব চাল ২৯৭ মেট্রিক টন। আতব চাল ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি নেয়া হবে বলে জানান তিনি।
সিংড়ায় লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু
Advertisement