সিংড়া চৌগ্রামে কাজলাহার আশ্রায়ন কেন্দ্রে বিদ্যুৎ বঞ্চিত ত্রিশ বাড়ি আলোকিত

0
681
Singra=

মামুন অর রশিদ, সিংড়া, নাটোরকন্ঠ: শেখ-হাসিনার উদ্যোগ, বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ। এ স্লোগান কে ব্যক্ত করে, গত ১৮-৫-২০২০ ইং তারিখে নাটোর সিংড়া উপজেলায় ১০ নং চৌগাম ইউপির কাজলাহার আশ্রায়ন প্রকল্পে দীর্ঘদিন যাবত বিদ্যুৎ বন্চিত ৩০ বাড়ি আলোকিত করলেন নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি -১ এর জোনাল অফিস সিংড়া। এ আশ্রায়ন প্রকল্পের আওতায় সরকারীভাবে ইলেকট্রিক ওয়্যারিং মালামাল সরবরাহ, ইলেকট্রিশিয়ান দ্বারা ফিটিং ও একই দিনে মিটার ও এলইডি বাল্ব প্রদান করা হয়। মূলত তাদের শীত- গরমে আর কষ্ট লাগবের জন্যই, বর্তমান সরকার জননেএী শেখ হাসিনা প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্হা গ্রহন করেছেন। এসময় উক্ত স্হান পরিদর্শন করতে আসেন নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম এম,এস জনাব, আনোয়ার হোসেন, সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম, জুনিয়র ইন্জিনিয়ার মোঃ আতাউর রহমান, কোর্ডিনেটর দেওয়ান মোঃ আঃ ওয়াহেদ নেওয়াজ, সহ অএ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ান বৃন্দ উপস্হিত ছিলেন। দীর্ঘদিন যাবত অবহেলিত আশ্রায়ন প্রকল্পের গরীব গ্রাহকগণ নতুন বিদ্যুৎ পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং নাটোর পল্লীবিদ্যৎ সমিতির-১ কে আন্তরিক অভিনন্দন ও অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুর বি এন পি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে চুরির অপবাদে নৈশপ্রহরীকে হেনস্থা করার অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে