সীমাবদ্ধতা-দেবাশীষ সরকারের কবিতা

0
710
Debashish

সীমাবদ্ধতা-দেবাশীষ সরকার

জৈবিক তাড়নাই বলো, আর বেঁচে থাকাই বলো! কি স্বপ্নময় ভয়াবহ নিদারুন প্রতিক্ষা?
সবজির সমাহারে কবিত্ব করে উপহাস, তবু চায়ের কাপে উঠে অশ্লীলতার ঝড়।
থামার ইচ্ছে নাই, অথচ দেখো চলার সময় কেমন সীমাবদ্ধ!
তবু কি দুর্বার ইচ্ছাশক্তির বড়াই, প্রাপ্তির প্রত্যাশা কিংবা ছিনিয়ে নেওয়ার প্রত্যয়।
ঝিঁ ঝিঁ পোকার ডাকে রাতেরা আসে, অথচ হারিয়ে যায় আলোর জোনাকিরা,
স্তব্ধতায় পেঁচাও তাকিয়ে থাকে মেঘে ঢাকা চাঁদের সভা চক্রে।
কচুর লতিতে লোভাতুর মন ডুব দেয় ডুমুর ভাজির মোহময় ঘ্রানে;
সন্ধ্যার উন্মাতাল হাওয়ারা মেঠোপথের আল ঘেঁসে হারায় চিৎ হয়ে আকাশ দেখা অন্ধকারে…।
কদম রেনুরা বৃস্টির ছোঁয়া না পেয়ে যায় শুকিয়ে,
তবু চলার গতিতে ইচ্ছের ডানারা পোড়ে বজ্রপাতের আগুনে ……।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকি অপেক্ষা করছে আমাদের সামনে..! কামাল খাঁ
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে