স্বপ্নময় প্রত্যাশা – সুমন দত্ত’র কবিতা

0
261
shmon

স্বপ্নময় প্রত্যাশা
……. সুমন দত্ত

ডানা মেলে উড়তে চাই
ওই নীল আকাশে,
চোখ খুলে দেখতে চাই
কী আছে মুক্ত বাতাসে??

মেঘের ভেলায় ভাসতে চাই
কালো মেঘের আড়ালে,
সেজেগুজে দেখতে চাই
কেমন লাগে আমায় আয়নায় দাঁড়ালে।

প্রাণ খুলে হাসতে চাই
সব দুঃখ ভুলে,
মিষ্টি এক বিকেলে বেড়াতে চাই
ওই নদীর কুলে।

আরো সামনে যেতে চাই
সকল বাঁধা পেরিয়ে,
সুন্দর ভাবে পথ চলতে চাই
কাটাগুলো এড়িয়ে।

স্বপ্নগুলো ধরতে চাই এই দু’হাত ভরে…..
প্রত্যাশার প্রাপ্তি যেন অঝোরে ঝরে।

হারিয়ে যেতে চাই আমি
সুন্দর ভাবনাগুলোয়,
ভাবনাগুলো অমলিন
ধূসরিত নয় ধুলোয়।

ধীর পায়ে যেতে চাই
অনেক অনেক দূরে,
স্বপ্নগুলো যেন অপূর্ণতার আক্ষেপে
না পুড়ে॥

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ধর্ষন ও নির্যাতন বিরোধী মানববন্ধন ও পথনাটক
পরবর্তী নিবন্ধআজ নাটোরের কৃতি ফুটবলার তানভির চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে