স্বাদ – আসাদজামান এর কবিতা

0
246
Md-Asaduzzaman

স্বাদ – আসাদ জামান

জীবন ঠুনকো হলে
কার কি যায় আসে?
মাথা ঠুকে-
মানুষ অবিশ্বাসের দারে।

যে জীবন ঠুনকো
তার স্বাদ,কে কতটুকু নিতে পারে!

কি যুবক কি বৃদ্ধ
এখনও মানুষ
হেয়ালিপনায় সিদ্ধ।
জ্ঞাত অথবা অজ্ঞাত ভুলে
শহর থেকে নাভিমূলে।

সহসা জীবন মানে
সময়ের বিরুদ্ধ স্লোগান।

সময় নির্বাসনে যায়।
ঠিকানা দলিল হারিয়ে যায়।
পড়ে থাকে জীবনের
খাস খতিয়ান।
০৯.০১.২০২১

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ডায়াবেটিক হাসপাতালে দেওয়ালে চোখ বিক্রির বিজ্ঞাপন
পরবর্তী নিবন্ধএকদিন আলো ঠিক আসবে – কামাল খাঁ এর সমকালীন ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে