হরণ -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
696
Shupti Jaman

হরণ

কবি সুপ্তি জামান

দেখি এক নবীন কবি
বয়সেও তরুন
ভাল-মন্দ মিলিয়ে খারাপ লেখে না।
পসারও পেয়ে যাচ্ছে তরতরিয়ে
তার আইডিতে ঢুকে পড়তে লাগলাম কবিতা
দু একটি শেষ হলো কেবল
এরপরই দেখি
তিনি নারীর ব্লাউজ খুলছেন
স্তনের বর্ণনা দিচ্ছেন পাইকারি দরে
নারীর স্তন, জঙ্গা, উরু, নাভী, নাভীমূল
কেউ কেউ তো আরো সাহসী
দুর্বিনীত সাহসে ছাড়িয়ে যান
কালিদাস, রবীন্দ্রনাথ, এমনকি শামসুর রাহমানকে
কবিতার পংক্তিতে পংক্তিতে
উপমায় বাদ যায় না নারীর জননাঙ্গও
আলোচিত কবি হওয়ার মোক্ষম সিঁড়ি
নারীর শরীরের বিচিত্র বর্ণনা!
যেন নারীর শরীরকে
ভাগা দিয়ে বেঁচবে মাছের বাজারে,
যেন বস্র হরণেই অপার আনন্দ!
নারীর চুল, নখ, বিভাজিকা, গলদেশ, কপোল,
কপাল, ওষ্ঠ এসবে ঠিক এখন আর যেন জমে না।
এদের আর দোষ দেব কি।
নারীর শরীরের ভাঁজে ভাঁজে কবিতা থাকে না
থাকে স্বেদ, থাকে বেদনা,
থাকে অমর্যাদা আর অসম্মানের দুঃখগাথা।
কবিরাও পিছিয়ে থাকেনি কোন কালে
না পুরকালে, না এ যুগে।
নারী কবি করে না পুরুষের বস্র নিয়ে টানাটানি
কবিতায় সে কবিতার কথা বলে
হয়তো তাই নারী কবি হয়ে ওঠে না প্রধান কবি।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধনাটোরের দুইটি হত্যা মামলার আসামি অবৈধ কাজে লিপ্ত অবস্থায় মাদকসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাটোরের আজও দুই জন করোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে