”হর্ষে হর্ষে” – ভাস্কর বাগচী‘র কবিতা

0
657
ভাস্কর

হর্ষে হর্ষে
– ভাস্কর বাগচী
হর্ষে হর্ষে কাটুক না এ জীবনে বিষ!
স্বাগত তাই জানাই তোমায়,
দুই হাজার বিশ।
না পাওয়া আর মান অভিমান
হিসেব গেছে গতে,
সমুখপানে চলি চল!
আশার দ্রুতযানে।
জীবনের এ সল্প কালের ছক,
মিলেছে কি কারো?
তাই বলে কি কালের খেয়া,
থমকে যাবে বল?
ঐযে সেদিন পাথর দিয়ে আগুন জ্বেলে ছিলাম,
আজ দেখেছো বোমযানে মিল্কী জিতে নিলাম!
নতুন ধ্যনে নতুন পথে চল আগেবারি
আমার তো সব আকাশ গঙ্গায় হুঁশিয়ার কান্ডারী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বৃষ্টিমঙ্গল”- এম আসলাম লিটনের কবিতা
পরবর্তী নিবন্ধ“প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি” -বেণুবর্ণা অধিকারী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে