হাওড় ও চলনবিলে ধান কাটার জন্য নাটোর থেকে ১৩শ’ শ্রমিক পাঠালো জেলা পুলিশ

0
770
POLICE

নাটোর:

সুনামগঞ্জের হাওড়াঞ্চল ও চলনবিল অঞ্চলে বোরো ধান কাটার জন্য নাটোর থেকে ১৩শ’শ্রমিক পাঠালো জেলা পুলিশ।নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার তত্বাবধানে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সংগ্রহ করে পুলিশের খরচে দুপুরের খাবার,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সহ বাস যোগে তাদের পাঠিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট জেলায়।এর আগে প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দ্বারা পরীক্ষা করা হয়।ধান কাটা শেষে প্রত্যেক শ্রমিককে ফিরিয়ে আনা হবে বলে জানান নাটোরের পুলিশ সুপার।

এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে জেলার পর জেলা। যাতায়াতের উপায় না থাকায় ধান কাটার শ্রমিক পাচ্ছেন না বোরো চাষিরা। সে সঙ্কট মেটাতেই নাটোর থেকে শ্রমিক পাঠানোর এই উদ্যোগ। ধান কাটার সুযোগে স্বস্তি জানালেন শ্রমিকরা। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ধান ওঠানোর বিকল্প নেই। প্রশাসনের সহায়তায় শ্রমিক পাঠানোর এই উদ্যোগ যদি দেশজুড়ে শুরু করা যায়, তবেই ক্ষুধার চোখ রাঙানো থেকে বাঁচবে জাতি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই পাঠানো হয়েছে শ্রমিকদের। পুলিশ বলছে, স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিকরা ধান কাটবেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে টিসিবির ৬০ লিটার তেল সহ একজন আটক
পরবর্তী নিবন্ধসামনে শনিবার পঁচিশ এপ্রিল শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে