হায়রে নির্বাচন! -মুন্ডা কালিদাস‘এর কবিতা

0
686

হায়রে নির্বাচন!

মুন্ডা কালিদাস

মনে মনে ভেবেছিলাম, নির্বাচনের পরে সুইজারল্যান্ড যাব তোমাকে নিয়ে।
সুইস ব্যাংকে তোমার একাউন্ট খুলব!
কিন্তু যা অবস্থা হয়েছে, অগত্যা ভাঙ্গা কুটিরে থাকতে হবে আগামী আরো পাঁচটা বছর।
নির্বাচনের পর ভেবেছিলাম, সোনা রুপোয় মুড়ে দেব তোমার সোনালী দেহখানি,
স্বর্ণখচিত সিদূরদানি আর হাতির হাড়ের চিরুনি কিনে দেব দিল্লির হাট থেকে।
কিন্তু সে আর হল কই!
নির্বাচনটা কেমন যেন হয়ে গেল!
তোমাকে পটানোর সময় বলেছিলাম, নির্বাচনের পরে
তোমায় একটা আইফোন কিনে দেব,
সেলফি তুলেই দিন পার করবে,
কিন্তু সবটা শেষ না হয়ে হল শুরু।
আবার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে সামনের বছর!
ভেবেছিলাম নির্বাচনের পর,
বাড়ীর পাশের আধমরা নদীটা কিনে কুমির চাষ করব।!
উত্তরের খয়ে যাওয়া পাহাড় কেটে রিসোর্ট বানাবো!
চিনিকলটা লিজ নিয়ে চিনি ব্যবসা করব!
কিন্তু সে সবে গুড়ে বালি।
নির্বাচনটা ধোকা দিল আমায়!

Advertisement
উৎসMunda Kalidas
পূর্ববর্তী নিবন্ধনৌকার প্রচারনায় ভাড়া কম দেওয়ায় ভ্যান চালকদের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধলালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে