স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ: নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার তিন কিলোমিটার রাস্তা মধ্যম পাড়া থেকে এলাহীর মোড় পর্যন্ত দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের কার্পেটিং উঠে যাওয়ার ভোগান্তিতে রয়েছেন চলাচলকারীরা। এই সড়কের কার্পেটিং উঠে যাওয়ার ফলে নয়াবাজার থেকে চাঁচকৈড় পৌরসদরের বাজারে আসা সড়কে সব ধরনের যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে।
এই তিন কিলোমিটার সড়ক সংস্কারে পাই ৬৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। টেন্ডারের মাধ্যমে আব্দুল্লাহ এন্টারপ্রাইজ ঠিকাদার এই কাজটি পায় সেই ঠিকাদার মধ্যম পাড়া ব্রিজের অবশিষ্ট পাথর ও নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার করছে। ওই সড়ক সংস্কারে নিম্নমানের ইট বালু পাথর দিয়ে কাজ চলছে।
এই বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো:ইমরান আলী বলেন, নিয়ম অনুযায়ী মালামাল দিয়ে কাজ চলছে । ইট বালু দিয়ে কাজ চলায় অফিস কোনো আপত্তি জানায়নি। এতে নিউজ করে কি লাভ। স্থানীয়দের অভিযোগ সড়ক সংস্কারের যেসব ইট বালু পাথর ব্যবহৃত হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের।এলাকাবাসীর অভিযোগের সরেজমিনে গিয়ে দেখা যায় যে আসলে অত্যন্ত নিম্নমানের ইট বালু পাথর দিয়েই কাজ চলছে। এছাড়া পুরনো কার্পেটিং তুলে সেখানেই রেখে উপর দিয়ে নতুন করে ইট বালু দিয়ে ঢালাই দিচ্ছ। যা দেখে এলাকার অনেক সচেতন মহল প্রশ্ন তুলেছেন।
উপজেলা প্রকৌশলী আ.ন.ম ওয়াহিদুজ্জামান বলেন, কাজটি উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের দেখভালে রয়েছে। তিনে সড়ক সংস্কারে ওই বালু ইট পাথর সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বলে জানান। তাও কাজ একই ভাবে চলছে তবে এ বিষয়ে নাটোর নির্বাহী শহিদুল ইসলাম বলেন এক্সপার্ট পাঠিয়ে খবর নেওয়া হবে যদি দেখা যায় নিম্নমানের ইট বালু পাথর ব্যবহার করা হচ্ছে তবে তা পরিবর্তন করা হবে