নাটোরে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক বৃদ্ধর মৃত্যু

0
348

স্টাফরিপোর্টার,নাটোর:

নাটোর সদর উপজেলার তেবারিয়া আরমান মোড়ে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন(৬০)নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মৃত লোকমান হোসেন ঢাকায় কাপড় বিক্রির ব্যবসা করতেন।তিনি গতকাল রবিবার করোনার উপসর্গ জ্বর,সর্দ্দি,কাশি নিয়ে আরমান মোড়ে বাড়িতে আসে।আজ সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে নাটোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তার পৈতৃক বাড়ি নাটোর সদর উপজেলার চাঁদপুরে। তিনি ওই গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে। স্থানীয়রা জানান,লোকমান হোসেন গত তিন বছর যাবৎ পরিবার নিয়ে নাটোরের তেবাড়িয়া আরমান মোড়ের আফেজ হোসেন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন নামে এক বৃদ্ধার মৃত্যু খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করা হবে।নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান,নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে স্বাস্থ্য কর্মি পাঠানো হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় কৃষকদের বিনামূল্যে বীজ বিতরন
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে আ’লীগ নেতার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের ঘর জবর দখলের অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে