প্রচার বেঁচি -ভাস্কর বাগচী‘এর ছড়া

0
329
ভাস্কর বাগচী

ছড়া : প্রচার বেঁচি

ছড়াকার : ভাস্কর বাগচী

প্রচার বেঁচি ভাই-
প্রচার, প্রচার!
প্রচারে তে আছে যে,
ব্যপক প্রসার!
ছোট প্রচার- বড় প্রচার!
প্রচার মাঝারি,
টাকার মানেতে হয়
প্রচার বাহারি!
প্রচার আর বিজ্ঞাপনে
এখন সবই টিকে,
এ ব্যবসায়
তোমার ইনভেস্ট ;
হবে নাকো মিছে।
রাজ প্রচার -পণ্য প্রচার
প্রচার ধর্মীয়!
প্রচারের এ শপিং
মলে
আমরাই অনন্য।
আমাদেরও প্রচার আছে
ইঁদুর দৌড়াদড়ির!
একটু কেউ লাই দিলেই ভাই!
হাঁপ ছেড়ে মুই বাঁচি!
আসল নকল কি আসে যায়,
প্রচার টাই তো আসল!
হোক সে রাম ছাগল ;
কিংবা বদ্ধ পাগল।
উল্লুকেরা তুলবে সবাই;
সমালোচনার ঝর!
তাই বলে কি থামিয়ে দেব!
আমাদের কলরব।

২৩/০৮/২০২০

Advertisement
উৎসভাস্কর বাগচী
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় করোনা আক্রান্ত’র বাড়ি প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ইউএনও
পরবর্তী নিবন্ধনাটোরে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেল, নতুন আক্রান্ত ১৫

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে