অন্তরের কান্না
কবি আফলাতুন নাহার শিলু
অন্তরের কান্না হয়ে ঝরছো বৃষ্টি তুমি আজ
বজ্রপাতের তুমুল গর্জন
সে-তো আমার বেদনার আওয়াজ।
বিরতিহীন মেসেজ পড়তে
ক্লান্ত আজ আমার প্রিয়তম
রিডিংরুমে বসে অন্তহীন বেদনাকে
উপলব্ধি করাই তার কর্ম।
বৃষ্টির অঝর ধারাকে হাতের মুঠোয় নিয়ে শুধায়,
তুই কী আমার অশ্রধারার চেয়ে বেশী বইতে পারিস!
না রে! আমারটা অসীম,
তুলনাহীন ভালবাসাভরা স্রোতের আশীষ।
সম্পর্ক মসলিনের মত মসৃণ করতে
আজ নিজেকে বিলিয়েছি, রিসার্চ করছি।
মাঝে মাঝে গোপনে কেঁদে প্রিয়তির কাছে শুদ্ধ হচ্ছি।
ভুলগুলো মেনে নেওয়ার দুয়ার
পার হতে কেন এত সংশয়!
ভালবাসার এক কোণেতে আনাগোনা নয়,
চিরদিনই অজানার জয়।
হায় প্রেম! কী তোমার শোভা!
শিউলি ফুলের গন্ধে পাগলিনী আজ কে বা!
৮/৯/২০২০
Advertisement