হই হই রই রই -রফিকুল ইসলাম নান্টু’র সমকালীন ছড়া

0
269
Rofiqul Islam

হই হই রই রই -রফিকুল ইসলাম নান্টু

হই হই রই রই
হুংকার বাতাসে,
হেথা খুঁজি হোথা খুজি
খুঁজি মাটি আকাশে।
ডোরাকাটা দাগ তার
নখ দাঁত ধারালো,
তাই শুনে বাঘাবীর
ঘর ছেড়ে পালালো।
ডানে খুঁজি বামে খুঁজি
খুঁজি কানা গল্লি,
অবশেষে দেখা গেল
বাঘ না সে -বিল্লি।।

—— রফিকুল ইসলাম নান্টু

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদূর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবীতে হিন্দু মহাজোটের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমুখবই থেকে কিছু অভিজ্ঞতা -গোলাম কবির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে