কবি বিপুল অধিকারী’র একগুচ্ছ কবিতা

0
237
Bipul

কবি বিপুল অধিকারীর একগুচ্ছ কবিতা

তুমি
বিপুল অধিকারী
———————————————————————-

সম্পূরক আয়নায়
বহুকাল থেকে মুদ্রিত হয়ে আছি;
তোমার স্তনের আড়াল,
চউখে আমার বৃক্ষের সবুজ প্রশান্তি;
যোনির আর্দ্রতা সাদা হংসের স্বাচ্ছন্দ্য–নিকনো উঠোন;
আর নাভিমূল সন্ধ্যায় ঘরে ফেরার তাড়া;
দৃষ্টির প্রক্ষেপন রৌদ্রদিনের কাজলদীঘি–নিরাভরণ সিনান।

আমি আর যাবো কোথায়?

এই মগ্নতা এই একাগ্র নিবেদন এই সুপ্রসন্ন বিলাপ
আমাকে বাঁচিয়ে রাখে চিরহরিৎ বনানীর এই দেশে।


২০ সেপ্টেম্বর ২০২০
ঢাকা

বাইরে বৃষ্টি হচ্ছিলো
বিপুল অধিকারী
———————————————————————-

বাইরে বৃষ্টি হচ্ছিলো। সন্ধ্যায়।
আর আমি,অফিস ফেরত,
ভিজে ভিজে বাড়ি ফিরছিলাম। একা। মনে হল,
যারা, ভিজতে অনিচ্ছুক, দেখছিল আমাকে–বিস্ময়ে;
আর কী ভাবছিল, কে জানে!

আমি ভিজছিলাম। চলন্ত।
দুই পা আমার, দিচক্রযান, পথের দু’পাশের
স্থির-বিরিক্ষের কুশলতা লুফে নিয়ে
ছন্দে গেঁথে গেঁথে চলছিল, বাড়ির দিকে।

করোটির ভেতর এক নিরামিষ-ঘোর; আর
দুগ্ধজাত আমিষের বয়ন-প্রকরণ করছিলো খেলা–
স্বপ্রোনদিত পলকা হাওয়া দিচ্ছিলো দোল!

বাইরে বৃষ্টি হচ্ছিলো। আর একটা ঘোর।

বাড়ি ফিরে এসে দেখি,
ঘরের মধ্যে থেকে তুমিও
গিয়েছো একই সে’ বৃষ্টিতে ভিজে, একি!


১৭ সেপ্টেম্বর ২০২০
ঢাকা

জানালায় একটা মুখ
বিপুল অধিকারী
—————————————————————–

জানালায় একটা মুখ
আগুনের ক্ষেত হয়ে দ্যাখা দেয়;
আমি দৃষ্টি ফেললে হাত পোড়ে,
আর খুব চমকাই।
মালকোঁচা মেরে নেমে পড়ি সেই আগুনক্ষেতে;
নধর দেহে ধারালো কাস্তে চালাই!

এইবার সারা শরীর পোড়ে;
এইবার কেটে কুচিকুচি হয় সম্মোহন;
এইবার জানালায় দূরের আকাশ হয় নত!

এইবার লবণ ছেনে সুস্বাদু হয় অন্ধের ক্ষত!!

জানালায় একটা মুখ
অদৃশ্য হয় শূন্যতায়—
আর পর্দা ওঠে নড়ে, হওয়ায়!


১৭ সেপ্টেম্বর ২০২০
ধানমণ্ডি, ঢাকা

উদযাপন
বিপুল অধিকারী
—————————————————————————

খোল-করতাল বেজে উঠলো,
চকচকে মুদ্রা বৃষ্টিপাত হয়ে কালপথে মুক্তদানায় ছড়িয়ে গেল;
সমবেত কণ্ঠে ধ্বনিত হল কৃষ্ণনাম–আর
ধিরে ধিরে সরে যাচ্ছিলো কুণ্ডলীপাকানো ক্রন্দনরোল;
স্পষ্ট হচ্ছিলো কোদালের মাটি কামড়ানো ধুপধাপ আওয়াজ।

সিনান হল শৈশবের নদীতে,
শুভ্র ধুতিতে ঢাকলো লালিত নশ্বর,
চন্দনের ফোঁটা অধিকার করলো প্রশস্ত কপাল।

ফের জন্ম হলো আগুনের;


এই বেঁচেবর্তে থাকা
বিপুল অধিকারী
————————————————————

দু’মুখো সাপ কখনো তো দেখিনি আমি;
কিন্তু দু’মুখো মানুষ সর্বত্র দেখছি অহরহ–
তাই নিজেকে গুটিয়ে রাখি,
আর শামুক হয়েই বাঁচি।


১৮ সেপ্টেম্বর ২০২০
ঢাকা

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবিতা লিখতে গিয়ে -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধব্যতিক্রমী উদ্যোগে “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে