নাটোরে অবৈধভাবে পুকুর খনন করায় দুইজনের এক লক্ষ টাকা জরিমানা

0
476

নাটোর কণ্ঠ: নাটোরের দিঘাপতিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পুকুর খনন ও সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে সোহেল ও ওমর শরীফ চৌহান নামে দুই পুকুর খনন কারী কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড রনী খাতুন এ আদেশ দেন।

নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রনী খাতুন নাটোর কণ্ঠকে জানান, দিঘাপাতিয়ার গোয়ালদিঘি এলাকায় গতকাল ১৫/১২/২০ খ্রি তারিখে ১২ঃ৪৫ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে। ঘটনাস্থলে যাওয়ার পথে দেখা যায়, যে সকল পরিবহনের মাধ্যমে মাটি বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল , সেই বাহনগুলো খুবই অপরিকল্পিত, অপটুভাবে রাস্তা বিনষ্ট করে, জাতীয় সম্পদ, পাবলিক ইজমেন্ট নষ্ট করে মাটি নিয়ে যাচ্ছিল।অতঃপর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পাওয়া যায় এবং তাকে ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্রণ আইনের ০৫ এর ০২ ধারাতে কতৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভাটাতে মাটি পরিবহনের দায়ে ৫০০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া তিনি ঘটনাস্থল থেকে ভেকু সরানোর এবং একই অপরাধ দ্বিতীয়বার না করার জন্য অঙ্গীকারাবদ্ধ হন।

অতঃপর একই স্থানে আরেকটি কৃষি জমিতে পুকুর খনন করতে দেখি এবং আমলে গ্রহণ করি অপরাধটি।সেখানে গিয়ে আমি নিজে দাড়িয়ে থেকে যতটুকু মাটি খনন করা হয়েছিল ততটুকু পুনরায় ভরাট করে দেয় সেই ভেকু দিয়েই। অতঃপর ভেকু ঘটনাস্থল থেকে অপসারণ করা হয় এবং অভিযুক্তকে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৭ এর ১৫ ধারায় ৫০০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এমন অভিযান অব্যাহত থাকবে এবং গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য পেলেও আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে সিংড়া মডেল প্রেসক্লাবের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বেই আসবে অর্থনৈতিক মুক্তিঃ এমপি বকুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে