স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : তৃতীয় দফায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের সিংড়া পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮ টা থেকে একযোগে সিংড়া পৌরসভার ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭,পুরুষ -১৩১২৫,মহিলা – ১৩৬৩২ জন। পৌরসভায় মেয়র পদে ২ জন ,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ জন ও সাধারন কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন ও জেলা প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।
Advertisement