বাবার চশমা -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
576
আজাদুর রহমান

বাবার চশমা

কবি আজাদুর রহমান

একদিন মারা যাব,
এই আনন্দে ঘুম ধরে না।
বাবার চশমাটা
চেয়ে থাকে চঞ্চল,
মুখের দিকে নির্মোহ।
একদিন মারা যাব
ভাবলেই মায়া লাগে।
ব্যথা নাই,
কোথাও কোন ব্যথা নাই।
একদিন মারা যাব,
এই আনন্দে ঘুম ধরে না।
যেন চান্দ রাইত,
কাল ঈদ

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধআঁধারের সময়সীমা -নাজনীন নাহার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধআরেকটি ঘরবন্দী ঈদ -পলি শাহিনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে