বিরূপ দর্শন -কবি কাজী আতীক‘এর কবিতা

0
416
Qazi-Atiq

বিরূপ দর্শন

কাজী আতীক

এইতো- মাত্র সেদিনের গল্প
যেদিন আদমের পদযুগল প্রথম পৃথিবীর মাটি স্পর্শ করেছিলো
একই সাথে শুরু হয়েছিলো প্রেম বিরহের গল্পগুলও
যেমন প্রভু- যিনি তাঁকে বানিয়েছেন অতি যত্ন আদরে
আর হাওয়া- যিনি তাঁর সঙ্গিনী ছিলেন স্বর্গ যাপনে
অতঃপর লক্ষাধিক রাত কেটেছে তাঁর প্রভু এবং সঙ্গিনী বিরহে,
এইতো- মাত্র সেদিনের গল্প
হাবিল এবং কাবিল সহোদর ভাই জড়িয়ে পড়েন সম্পর্ক সংকটে
প্রথম মানুষ হন্তারক কাবিল ক্রোধান্ধ হয়- প্রভুর ক্ষমা না পেয়ে
ভাইয়ের নিঃশ্বাস চিরতরে রুদ্ধ করে দেয়- প্রেমে ব্যর্থতা জেনে।
অতঃপর সেই থেকে শুরু- প্রাণের হরণে চির নিন্দাবাদ কাবিলের,
এসবতো সেই শুরুর কাহিনী
এখোনতো প্রাণ নিয়ে খেলার কতো যে কুট কৌশল মানুষ জানে
প্রকৃতিও কখনো বিরূপ হয়ে মানুষ নিধনের হাতিয়ার হয় নিজেই,
অতঃপর বিধাতার রোষানল কখোন কিভাবে মানুষ কি তা’ জানে?
প্রেম বিরহ যদিও আদি সংকট পৃথিবীর
আবার সংকট উত্তরণেও প্রেম বিরহ, আদি ইতিহাস তাইই বলে,
এইতো- মাত্র সেদিনের গল্প
পৃথিবী সাজানো হলো বিশদ বিবিধ উপকরণে মানুষের বাসযোগ্য
অথচ মানুষই করেছে পৃথিবীকে এখোন মানুষের বসবাস অযোগ্য,
প্রকৃতি কখনো যোগিয়েছে তাতে ভারসাম্যহীনতার রসদ বিষবৃক্ষ।
তবে যাকিছু দায়ভার কিছুকি অস্বীকার মানুষ কি কখনো করতে পারে?

(নিউ ইয়র্ক, ১৮ মার্চ ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা সংক্রান্ত সরকারী বিধি-নিষেধ না মানা, অসচেতনতা নাকি উদ্দেশ্য প্রণোদিত ! – ভায়লেট হালদার
পরবর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়া‘র ভৌতিক গল্প -পর্ব-০৮

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে