ভালবাসার রংধনু -কবি চিন্ময় সরকার‘এর কবিতা

0
435
চিন্ময় সরকার

ভালবাসার রংধনু

কবি চিন্ময় সরকার

যদি প্রভাস তীর্থের ত্রিবেণী সঙ্গমে,
পুণ্য স্নান করে বলো
ভালোবাসি তোমায়,
আমি বিশ্বাস করিনা।
করবো কি করে বলো?

মনে পড়ে তোমার, আমি এক-
কচি নারকেল পাতার বাঁশি
তোমায় বানিয়ে দিয়েছিলাম,
সে বাঁশির সুর ছিল না সত্য,
তবে শব্দ ছিল।
সেই শব্দজালে,
তুমি আমায় মায়াবিষ্ট করতে!

একবার রাসের মেলায়
তুমি ভ্যাটের খই কিনে দাও
বলে বায়না ধরেছিলে,
তখন ভ্যাট খই এর মতই
সাদা ছিল তোমার মন।
এখনো অনেক রাসমেলা আসে যায়,
এখনোও অনেক দোকানিরা,
ভ্যাটের খই নিবেন গো দাদা?
বলে চিৎকার করে-

আর আমি খুঁজে বেড়াই
আমার স্মৃতির আকাশে
ভালবাসার রংধনু।

Advertisement
উৎসচিন্ময় সরকার
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে রমজানে পণ্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং
পরবর্তী নিবন্ধডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএস চাল বিতরন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে