ডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএস চাল বিতরন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

0
473
Polok

সিংড়া প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় ডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএস এর চাল বিতরন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি নিজে কৃষকদের কার্ড ও চাউল হাতে তুলে দিয়ে এর উদ্বোধন করেন।

মন্ত্রী এসময় বলেন, ধৈর্য ও সহনশীলতার সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বর্তমান সরকার আপনাদের পাশে আছে, থাকবে। মানসিক ভাবে আমাদের শক্তিশালী হতে হবে, মহান আল্লাহর কাছে ভরসা রেখে ধৈর্য ধরে এই বিপদকে মোকাবিলা করতে হবে।তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবজনিত কারণে আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ, তারাবীর নামাজ ঘরে আদায় করুন। ইফতার মাহফিল ও গণজমায়েত থেকে দূরে থাকুন। সরকারের বিধি নিষেধ মেনে চলুন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন আমি চলনবিলের কৃষকের সন্তান, মাটি ও মানুষের সন্তান। আপনার বিপদে আপদে পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধভালবাসার রংধনু -কবি চিন্ময় সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধরমজানের প্রথমদিন ইফতার পৌছে দিলো হ্যাপি নাটোর‘এর স্বেচ্ছাসেবকরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে