নাটোরের সিংড়ার করোনা রুগী সাগরের করোনা জয় !

0
751
Korona

মামুন অর রশিদ, নাটোরকন্ঠ:

সিংড়া উপজেলার পৌরসভা এলাকার ২ নং ওয়ার্ডের করোনা ভাইরাস কোভিড-১৯ শে আক্রান্ত রোগী সাগর আলী করোনাকে জয় করার পথে। বর্তমানে তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়েছে ঢাকা সাভার উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কতৃপক্ষ। তাকে ঢাকায় আইসোলেশনে থাকা অবস্থায় পর পর দুই ধাপে নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসায়, এবং তার মধ্যে বর্তমানে করোনার কোন লক্ষন না থাকায় তাকে বাড়িতে আরো ১৪ দিন আইসোলেশনে থাকতে বলে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। সিংড়া উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম নাটোরকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি নাটোরকন্ঠকে জানান, এর আগে ঢাকার গার্মেন্টস কর্মী সাগরের প্রথম নমুনা সংগ্রহ করা হয় সিংড়ায় নিজ বাড়িতে। এথানে করোনা পজেটিভ ধরা পরার পর ফলাফল আসতে দেরি হওয়ার ফাঁকে সাগর বেতনের টাকা আনতে ঢাকা সাভার রওনা দেয়। পরে আমরা বিষয়টি জানতে পেরে সেখান থেকে পুলিশের মাধ্যমে তাকে ঢাকা সাভার উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স এ করোনা আইশলেশনে পাঠানো হয়। সাগর সিংড়ার উওরদমদমা মোঃ আলাউদ্দীন এর ছেলে।

সিংড়া উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম আরো জানান, সিংড়ায় পাঁচ জন করোনা পজেটিভ ছিলো। তার মধ্যে নিহত -১জন, মহিলা-১ জন, পুরষ -৩ জন। তবে তারা সবাই এখন বর্তমানে সুস্ত আছেন। তাদের সার্বিক দেখাশুনা, তত্তাবধানে রয়েছেন তিনি নিজে। এখন তাদের তিনজনের পূনরায় নমুনা নেওয়া হবে। সাগর ঢ়াকা থাকাকালীন ২/৫/২০ একবার ও ৪/৫/২০ ইং তারিখে একবার পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ আসলে তাকে ঢাকায় গত ৬/৫/২০ তারিখে আইসোলশন থেকে ছারপত্র প্রদান করে। তবে সিংড়া থেকে তার পরিবারের সকল সদস্যের নুমুনা সংগ্রহ করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআটশত রোজাদারকে ইফতার করালেন জাগো বাহে কোনঠে সবায় সংগঠন
পরবর্তী নিবন্ধহে অনাদিকালের কবি-তুমিও ক্ষমা করো!- স্বপন চক্রবর্তী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে