ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান, ঈদের আগেই আবার প্রাকৃতিক বিপর্যয়ের আশংঙ্কা

0
588

নাটোরকন্ঠ:

ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। আমফান নামের অতি প্রবল ঘূর্ণিঝড়টি এভাবে ধেয়ে আসলে আম্ফান আগামীকাল মঙ্গলবার মধ্যরাতে থেকে ২০ মে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলে হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর মহাবিপদ  সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের আঘাতে ঈদের আগেই আবার প্রাকৃতিক বিপর্যয়ে পরতে ডএচ্ছ দেশ এমন আশংঙ্কা করছেন বিশ্লেষকরা।

আবহাওয়া অফিস জানায়, ঝড়ের গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। যা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সমুদ্রবন্দরগুলোতে হুঁশিয়ারি সংকেত দ্রুত পরিবর্তনের আভাস দেন আবহাওয়া বিদরা।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় আম্পান বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ১২ ঘন্টায় ঘূর্ণিঝড় টি ১২০ কিলোমিটার এগিয়ে এসেছে। ঘূর্ণিঝড় টি মঙ্গলবার মধ্যরাতে থেকে শুরু করে বুধবার বিকেলের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগের মাঝামাঝি অঞ্চলের উপর দিয়ে উপকূলে আঘাত হানতে পারে। এদিকে সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্র থেকে ফিরে এসে উপকূলে দ্রুত ফিরতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ২৪ ঘন্টার সারাদেশের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আমফান এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ মাঝারি ও বড় ধরনের বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বাণিজ্যিক ভাবে গো-খাদ্য সংগ্রহে ব্যস্ত কৃষক
পরবর্তী নিবন্ধনাটোরে জ্যৈষ্ঠর তীব্র খরতাপ আর ভ্যাপসা গরমে অতিষ্ট জনজীবন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে