এম, সিংড়া, নাটোরকন্ঠ: নাটোরের সিংড়ার শহরবাড়ীর গ্রামের উজ্জল(৩৫) নামের এক ব্যবসায়ীর হাঁস ভর্তি ট্রাক উল্টে প্রায় ৭০০টি হাঁস মারা গেছে। এতে ওই ব্যাবসায়ীর ৩ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভগী। আজ বৃহস্পতিবার দুপুরে দূর্গাপুরের অদূরে এ ঘটনা ঘটে।
হাঁস ব্যবসায়ী উজ্জল ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ জেলার তারাশের হানীর হাট থেকে সিংড়ার দূর্গাপুর বাজারের উদ্দেশ্য একটি মাঝারী ট্রাকে ১৬শ হাঁস নিয়ে রওনা দেয় হাঁস ব্যবসায়ী উজ্জল। পথে দূর্গাপুরের কাছে চালক নিয়ন্ত্রন হাড়িয়ে ফেলে । এসময় ট্রাকটি উল্টে যায় পথের পাশের খাদে। এতে ঘটনাস্থলেই ৭০০টি হাঁস মারা যায়।প্রতিটি হাঁসের মূল্য ৪০০টাকা। ফলে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
হাঁস ব্যবসায়ী উজ্জল এসময় কান্না জড়িত কন্ঠে বলেন,গত দুই সপ্তাহ আগে তারাশ থেকে ১৬’শত হাঁস গড় প্রতিপিচ ৪শত টাকা করে কিনেছিলাম,ইতিমধ্যে হাঁসগুলো ডিম দিতে শুরু করেছিলো।ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু এই দুর্ঘটনা আমাকে এখন নিঃস্ব করে দিলো।