“রক্তখুন”- আসাদজামানের প্রেমের কবিতা

0
335
asadjaman, natore

রক্তখুন
আসাদজামান

মনের মধ্যে রাজপথ আর নৌকোর ছেঁড়া পাল
মসজিদ গড়ো, মন্দির গড়ো; গড়ো হাসপাতাল!
বিমোহিত করে কি সে যাদু! কৃষ্ণ বাঁশির সুর
সব ছেড়েছুটে ফিরে আসে রাধা,থাকুক সে যতদূর।
কান্না হাসি ভালোবাসাবাসি , দূরন্ত আবেগ
যে বুকেতে সূর্য ঘুমায়, সেই বুকেতে মেঘ!
কার ঠোঁটে বাজে বাঁশের বাঁশি?কৃষ্ণ নামে রাখাল!
কার হৃদয়ে প্রেমের দোলায় উতলা যৌবনকাল?
ভাঙ্গাগড়া নাকি নিয়তির খেলা,খেলুক যে যত
যেখানে যা ভাঙে ভাঙুক; একজায়গায় ক্ষত।

যতবার নারী, হোক প্রেম ভারি,
যায় কি রাধাকে ছোঁয়া!
সাধলেই সুর বাঁশের বাঁশিতে, যায়না কৃষ্ণ হওয়া।

শতকোটি রাধা,আসে যত বাধা, হৃদয়ে রক্ত খুন
কৃষ্ণের হাতে বাঁশি, এখনো প্রেমের তূণ।
০৮.০১.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মনতিয়াসির মেঘের গান “- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল এর কবিতা
পরবর্তী নিবন্ধনারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা -মো.আজিজুল ইসলাম উজ্জ্বল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে