ভাল রাখতে – আগমণী ধর এর কবিতা

0
738
Agomoni

ভাল রাখতে
আগমণী ধর

আর ভাল থাকিনি।
শত বছর চলে গেছে।
ভাল থাকব থাকব ভেবেছি।
কিন্তু আর ভাল থাকিনি।
ভাললাগায় জড়িয়েছি বারবার ভালবাসতে পারিনি
তাই হয়তো ভাল থাকিনি।
এর আগেও ভাল ছিলাম না আমি
ভালথাকার অভিপ্রায়ও ছিলনা আমার
এক পাহাড় হঠাৎ দেখালো উত্তরাকাশে সাতরঙা রঙধনু।
আমি ভাসলাম ভালবাসার স্রোতোবহা ঝর্ণাধারায়।
ফিরে দেখি পাহাড় অনেক দূর।
থমকে ঠাঁই দাঁড়িয়ে।
আমি ভেসে ভেসে এখানে সেখানে আশ্রয় খুঁজলাম।
পেলাম না চলে যাওয়া শতশত বছর।
ভালোলাগার প্রথম এবং একমাত্র মূহুর্ত।
তাই ভাল থাকাটাই হলোনা হয়তো ।
পাহাড়টা ভাল আছে বেশ।
ঠাঁই দাঁড়িয়ে আছে পাহাড় হয়েই।
দেখেছে কতশত ঝর্ণার উৎপত্তি
কাঁদিয়েছে কাঁদেনি একবিন্দু ।
ভাল থেকেছে ভাল রাখেনি।
তাই হয়তো ভাল থাকাটাই হয়ে উঠেনি।
এখন আমি পাহাড় হতে চাই দৃঢ় অনড় অটল
আর চাই একটু তার মত ভাল থাকতে।
না
আরও একটু বেশি চাই
তার চেয়েও বেশি ভাল রাখতে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রিয় ছড়াকার – আসাদজামান এর ছড়া
পরবর্তী নিবন্ধনাটোরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে