শুধু একটা বকুল ফুলের মালা
কবি শাহিনা খাতুন
প্রেম নিয়ে বসে আছি
গভীরতা মেপে দেখিনি
সে শুধু তুমিই জানো
তবুও আড়াল হয়ে আছো
হয়তো পরখ করে নেবে বলে।
অবশ্য পুঙ্খানুপুঙ্খ জেরায়
আমার বরাবর ভয়।
সময় বয়ে গেছে খুব
গোরস্তানের দিকে হাঁটছি
যতই ভুলে যাই ভুল পথে যাই
গোরস্থান আমাকে পথ চিনিয়ে
নিয়ে যাবে ঠিকই
কিচ্ছু নেই ঝুলিতে আমার
শুধু একটা বকুল ফুলের মালা গেঁথেছি
বিশ্বাস কর ভালবেসে গেঁথেছি।
৫/৬/২০২০
Advertisement