অলক্ষ্যে -কবি সোমা ঘোষ‘এর কবিতা

0
371
Soma Ghosh

অলক্ষ্যে

কবি সোমা ঘোষ, কলকাতা

গীতবিতান সুর আর পাট ভাঙ্গা শাড়ি
ভাঁজ তুললেই বৃষ্টি ঝাঁপিয়ে আসে –
তোমার কবিতা বই খানা কাছে টানি যখন,
দুপুর জাগা পীলু রাগের সরল জল রেখায়
নিজেকে তরু ভেবে বসি।
অঞ্জন চোখ আঁকা হলে মায়া জড়িয়ে দাও তুমি-
হলুদ মেঘ মেঘ ঘন সন্ধ্যা জোয়ার হয় তখন,
কোন অছিলায় তা বুকের মাঝে লুটিয়ে পড়ে।
মাচা ভরা ঝিঙে ফুলে রাত যখন আসে নেমে
বুকের মাঝে সুখের মতো
কিসের না জানি কাঁপন ধরে থেকে থেকে –
এমন কঠিন মায়া কে জাগায় –
কে জাগায় এতো মায়া –

Advertisement
উৎসSoma Ghosh
পূর্ববর্তী নিবন্ধতোমরা কি এভাবেই কথা বলে যাবে -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমহাকালে রেখাপাত – স্বকৃত নোমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে