তোমরা কি এভাবেই কথা বলে যাবে -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা

0
290
Srabani Gupta

তোমরা কি এভাবেই কথা বলে যাবে

কবি শ্রাবণী গুপ্ত, কলকাতা

তোমরা কি এভাবেই কলকল কলকল
কথা বলে যাবে
এখনও দিনের আলো ফোটেনি
তোমরা কি এভাবেই কথা বলে যাবে
আরও একটু না হয় চুপ থাক নিভৃত সকাল
আরও একটু না হয় আলো এসে পড়ুক,
শিয়রের কাছে রাখা আছে যে চাবির গোছা,
ঝনঝন উঠলে বেজে লাভ কী বলো
ফিরেছে পথিক কত রাতে
সময়ের কথা ভুলে যদি বা একটু ঘুমোলো
কেন এত কথা বলে মুখরিত করো
তার দাম দিয়ে কেনা নীরবতা
কেন এত কথা বলো
সারাদিন শুধু কলকল কোলাহল
এখনও দিনের আলো ফোটেনি
একটু সময় তো লাগেই বলো-
তারাদের ঘরে ফিরে যেতে।

Advertisement
উৎসSrabani Gupta
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে বর যাত্রীবাহী বাসে হামলা, আহত ৬
পরবর্তী নিবন্ধঅলক্ষ্যে -কবি সোমা ঘোষ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে