আমার রাজ্যে তুমি নেই
কবি ফাহমিদা ইয়াসমিন
প্রতি রাতে যখন গহীন আঁধার নেমে আসে
চারদিক যখন হতাশায় ছেয়ে যায়
তখন একটু আশ্রয়ের খোঁজে, তোমার কাছে যাই
আর সেই আশ্রয়টুকু যদি না পাই
যখন ভাবি কিংবা বুঝতে পারি
তুমি নেই
আমার চারপাশ তুমিহীন ভাবলেই
আমার ভেতরে বিশাল শূন্যতা ঘিরে ধরে
মাগো তুমি ছাড়া আমি একেবারে অচল হয়ে গেছি
আমার সুখের রাজ্যে এখন কেবল হাহাকার
কেবলই নাই নাই খা খা করছে
তোমার স্মৃতিগুলো আমায় ভাসিয়ে নিচ্ছে
কষ্টের গহীনে।
তোমার মমতাময়ী হাতের স্পর্শ
তোমার আদরমাখা আলতো কথার সান্ত্বনা
আমাকে আর কেউ দেবে না।
আমি তোমাকে হারাইনি
আমার সুখ হারিয়ে ফেলেছি
হারিয়ে গেছে আমার সান্ত্বনার আশ্রয়।
Advertisement