আশাহত মানুষ
কবি প্রদীপ সরকার
আশাহত মানুষ নৈরাশ্য বুকে কর্মযোগী
কর্ম করেও সফলতাহীন
তবুও বেঁচে থাকা রাত্রিদিন
কর্মযজ্ঞে আশায় বসতি প্রতিদিন।
আকাঙ্ক্ষায় বুক বেধে রাখি
বসন্ত বাতাসে এক বুক আশা জাগে
মনের গভীরে
হয়তো সফলতা ধরা দেবে এখনই।
সমুদ্র যাত্রীদের জাহাজ ছোটে
ছোটে নোঙর তুলে প্রত্যাশার গন্তব্যে
আমিও তেমনি গন্তব্য খুঁজি
রাত্রি দিনের সময় মাপি
কখন আসবে মাহেন্দ্রক্ষণ
হৃদয়ের সমস্ত জানালা দরোজা খুলে
উন্মুখ প্রতীক্ষায় উদগ্রীব হয়ে আছি।
হে মহাকাল !
তুমি বাড়িয়ে দাও, নির্ভরতা
অজস্র স্বপ্ন ভাঙা ভগ্নহৃদয়ের
মনোবাঞ্ছা পূর্ণ কর এবার
অপেক্ষার হয়না শেষ অক্লান্ত অশ্বারোহী মত
আশার ঘোড়ার লাগাম ধরেছি টেনে
পুর্ণতা দাও বিজয়ীবেশে।
প্র.স. ০৮.০৫.২০২২
Advertisement