কবি রঞ্জনা রায়‘এর দুটি কবিতা

0
168
কবি রঞ্জনা রায়

লাল শার্ট

কবি রঞ্জনা রায়

ধুলোমাখা কিছুটা ছেঁড়া একটা রক্তমাখা লাল
জুই ঢাকা বিছানায় রাখা আছে
এটা কিনেছিলাম প্যান্টালুনসের সেলে
ব্যঙ্গ হাসিতে তোমার চওড়া চোয়াল
গিয়েছিল কুঁচকে মজারু আমেজে
এক উত্তপ্ত দুপুরে তোমার উন্মুক্ত বুকের ওপর
রেখেছিলে সেই লাল শার্ট।
বলেছিলে প্লিজ একটু হেল্প কর
বোতামগুলো খোল চটপট,
তোমার উত্তপ্ত শরীর ঘিরে সেই লাল লাজুকতা
আমি দেখেছিলাম দুচোখ ভরে।
লতা দোল খায় ছায়াময় গাছের আদরে।

সাতদিন আগে জঙ্গি হানায় ছিন্নভিন্ন মুম্বাই মেল
মানুষের রক্ত তৃষ্ণায় প্রতিনিয়ত মানুষই উদ্বেল
আজ সকালে এসেছে তোমার কফিন ঢাকা নিথর বরফ দেহ।
পার্সলে এল একটা লাল শাট হয়তো সেটাই নিরর্থক সন্দেহ।
আজ শরৎ পূর্ণিমায় আকাশে চাঁদ বড় উজ্জ্বল
আমার কোল জুড়ে সেই লাল শার্ট
এক নিরক্ত নিষিদ্ধ ফল।

আদি মাতা

কবি রঞ্জনা রায়

ও মেয়ে তুই কেন জমিয়ে রেখেছিস একবুক কান্না
কেউ কি বোঝে এর অর্থ?
কেউ কি বোঝে
ভোরের শিশির বিন্দুতে মিশে যায়
কত হৃদয় খসা হিরে পান্না!
জমিয়ে তুলিস হতাশার পাহাড় কি আশায়
প্রেম সে তো অলীক
স্বপ্নেও জল মেশায়।
বারে বারেই আলিঙ্গন করিস আগুনের চুড়ো
চারিদিকে ছড়ানো বিপর্যস্ত সম্পর্কের ধুলোগুড়ো।
ও মেয়ে ছুঁড়ে ফেল তোর লজ্জা মধুর লীলা খেলা
জীবন তো নয় রঙিন সূর্য,
শুধুই মায়াবী মেঘের মেলা।
পুরুষের চোখে চোখ রেখে বল
তুমি নও আমার বিধাতা,
নারী আমি, নই খেলার পুতুল
আমি সৃষ্টিকামী, আমি আদি মাতা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসাংবাদিককে মারপিট : প্রাণ নাশের হুমকি : থানায় অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোর কেন্দ্রিয় মন্দিরে আজ থেকে হরিনাম যজ্ঞানুষ্ঠান শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে