করোনা সময়; অতঃপর!- কাজী আতীকের কবিতা

0
552
Qazi-Atiq

করোনা সময়; অতঃপর!
কাজী আতীক

আইসোলেশন, কোয়ারিন্টিন, সোশাল ডিসট্যান্ট
সান্নিধ্য পরিহার করো
সংযোগ বিচ্ছিন্ন থাকো
সঙ্গ নিরোধ রাখো বজায়,

যদি তুমি স্পর্শ করো কিংবা ছোঁয়া লাগে কারো
ক্লিঞ্জার, সেনিটাইজার জরুরী হয় ব্যবহার
আর যখোনই- কারো মুখোখি তুমি
পরে নাও গ্লাভস, টেনে দাও মাস্ক,
অর্থাৎ ঢেকে রাখো মুখ আড়াল রাখো হাত,

অতঃপর- নূতন স্বাভাবিক, ‘নিউ নরমাল’!

তারপরও- ট্রেস, ট্র্যাক, ডিটেক্ট
চালু থাকবে খোঁজ, নতুন সংযোগ

এসবই ইদানীং ভারী মাত্রায় ব্যবহৃত
হঠাত জনপ্রিয়তা পাওয়া শব্দ আর ধারনা সমূহ,
অতএব ঠিকই বুঝতে পারি এবং কারণও সংগত-
আসছে বিবিধ নতুন ধারনার যাপন বিধি হয়তো।

(নিউ ইয়র্ক ৮ মে ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধহে অনাদিকালের কবি-তুমিও ক্ষমা করো!- স্বপন চক্রবর্তী
পরবর্তী নিবন্ধএ্রখনো পাহারায় থাকে রাত – আসাদজামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে