গণপরিবহনে এক জেলার সীমানা থেকে অন্য জেলার গাড়ি পাওয়া যাচ্ছে

0
404

নাটোর কন্ঠ: নাটোর জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরে সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। এসব গণপরিবহনে এক জেলার সীমানা থেকে অন্য জেলার গাড়ি পাওয়া যাচ্ছে।

ফলে পরিবহন বদলিয়ে অন্য জেলায় যাতায়াত সম্ভব হচ্ছে। সকালের দিকে টার্মিনালগুলোতে খুবই কম বাস লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে পরিবহন ও যাত্রী সংখ্যা বাড়তে থাকে।

গণপরিবহন গুলোতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে অর্ধেক যাত্রী বহন করতে দেখা গেছে। তবে যাত্রীদের কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জেলার সীমান্তের চেক পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো গণপরিবহন এক জেলা থেকে অন্য জেলায় যেতে না পারে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় ট্রলি – মোটরসাইকেল সংঘর্ষ গুরুতর আহত-৩
পরবর্তী নিবন্ধঅবশেষে লালপুরে খাস জমিতে খননকৃত পুকুর ভরাট হচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে