দুরূহ অপেক্ষা এমন-  কবি কাজী আতীকের কবিতা

0
597
Qazi-Atiq

দুরূহ অপেক্ষা এমন- 
কাজী আতীক

সে দিনগুলো ফিরে চাই আবার
অবাধ চলাফেরার,
আসরে বাসরে বন্ধু সমাবেশে
বাধাহীন যাওয়া আসার,

কতো আর কাটাবো এভাবে সন্ত্রস্ত যাপনে
কতো আর কাটাবো এভাবে সংযত বিচরণে
তবে কি এ কষ্টকাল যাবেনা সহজে?

দূর হও দুরাচার জীবাণু তস্কর
দুর হও শিগগির পৃথিবী থেকে,

আগেকার দিনগুলো আমি ফিরে চাই আবার
এ এক দুরূহ অপেক্ষা এমন-
সে দিনগুলো এখোন ফিরে চাইছি এভাবে-
যেমন ফিরে চাওয়া লাইলী মজনুর অন্তরে।

(নিউ ইয়র্ক, ১৮ মে ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে শপিংমলে ঈদের কেনাকাটায় মানুষের ঢল, স্বাস্থ্যবিধির বালাই নেই
পরবর্তী নিবন্ধনিমপাতা – কবি আসাদজামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে