দেশে গণতন্ত্র, রাজনীতি আর  আইনের শাসন বলে কিছু নেই – দুলু 

0
349
Dulu

দেশে গণতন্ত্র, রাজনীতি আর  আইনের শাসন বলে কিছু নেই—- দুলু

নাটোর কণ্ঠ: বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম,রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবেনা। কারণ,দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার বলে কিছু নেই। বরং বাস্তবতা হচ্ছে, সত্য কথা বললে ও প্রতিবাদ জানালে জেলে যেতে হচ্ছে নতুবা গুম হতে হচ্ছে। বিএনপি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটি অবাধ সুষ্ট নির্বাচনের জন্য আন্দলোনের মাধ্যমে এই ভোটবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্টা করবো।
দেশে আজকে যে শাসন ব্যাবস্থা চলছে সত্যকার অর্থে জবাবদিহিতা নেই জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় কারনে আজ কিন্তু এই জবাব দিহিতা নেই আর জবাবদিহিতা না থাকার করনে আজকে অযোগ্য লোক মন্ত্রী  হচ্ছে।।।
শুক্রবার সকালে শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সসভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু,কাজী শাহ আলম,রুহুল আমিন তালুকদার টগর,বাবুল চৌধুরী।।
সভায় নাটোর জেলার ৭ টি উপজেলা ও সবকটি পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর হাসপাতালে প্রসূতি ওয়ার্ডের কার্নিশে নবজাতকের মরদেহ
পরবর্তী নিবন্ধগোপালপুর পৌরসভা নির্বাচন ভোটারদের ‘আস্থার’ প্রার্থীকে মনোনয়ন দিলে জয় নিশ্চিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে