ধর্ষণ
কবি রূপম খীসা
মনের ভুবন আজি ধূসর
বিচার কাঁদে নীরবতায়,
কে শোনাবে অভয় বাণী
একটু খানি সান্ত্বনায়?
দিলটা যে আজ বড্ড পাষাণ
রক্ত চোষা হায়েনার,
খাবলে খাচ্ছে নারীর দেহ
নিপাত গেলো সভ্যতার।
কোথায় পেলো শক্তি সাহস
দিনকে করে রাত,
ছুতোয় ছলে দেয় যে ফাঁকি
আইনের লম্বা হাত?
জাত বেজাতের প্রশ্ন তোলে
ক্ষুদ্র নাকি সম্প্রদায়,
ভ্রান্তি মোহে সাধ মিটাতে
খোদার সনেও সন্ধি নাই।
আঁধার যদি অন্তরে ছায়
মানব বিধান ত্রাসে,
হয়নারে ভুল শাস্তি প্রভুর
ভরতে হৃদয় নুরে।
২৮/০০৯/২০২০
Advertisement