নলডাঙ্গায় লকডাউনে দোকান খোলায় ৩ ব্যবসায়ীর জরিমানা

0
289

নলডাঙ্গায় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীর ১৬ হাজার টাকা জরিমানা
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাটোরের নলডাঙ্গায় দ্বিতীয়দিনে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীর ১৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নলডাঙ্গা বাজারে দুটি ও মাধনগর বাজারে একটি দোকানে এ জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন পালনে নির্দেশনা দিয়েছে।দ্বিতীয় দিনে  নলডাঙ্গা ও মাধনগর বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে ব্যবস্য প্রতিষ্ঠান পরিচালনা করছিল।এসময় নলডাঙ্গা বাজারের নাছিমা এন্টারপ্রাইজ ফ্রিজের দোকানে ৫ হাজার টাকা,পাপন টেলিকম সেন্টারে ১০ হাজার টাকা ও মাধনগরে মুনজুর স্টোরে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপরও যদি কেউ এ লকডাউন অমান্য করে দোকান খোলা রাখে তাহলে আগামীদিনে মোটা অংকের জরিমানাসহ দন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে খালেক হত্যা মামলার আসামী গ্রেফতার
পরবর্তী নিবন্ধগুরুদাসপুর হাসপাতালে ডেন্টাল ইউনিট উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে