নাটোরে মূল্য তালিকা না টাঙ্গানোয় ৪ ব্যাবসায়ীকে জরিমনা

0
829
Mobial

নাটোরকন্ঠ: নাটোরে দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ৪ ব্যাবসায়ীকে জরিমনা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট ৪,৭০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷

জেল প্রশাসক মো: শাহরিয়াজ জানান, কোভিড-১৯ সংক্রমণ প্রশমন এবং রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন নাটোরের চলমান অভিযানে আজ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ লক্ষ্যে কয়েকটি বাজার মনিটরিং করে মূল্য তালিকা না রাখার দায়ে ০৪ জন ব্যবসায়ীকে জরিমনা করা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত রোগীদের প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের বাড়িতে উপহার হিসাবে ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন কঠোর ভাবে নিশ্চিতকরণে প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে নজরদারি অব্যাহত রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে অল ফর ওয়ান সংস্থার পক্ষ হতে ত্রান বিতরন
পরবর্তী নিবন্ধনাটোরে স্বপ্ল মাত্রায় ব্যাবসা প্রতিষ্ঠন খুললেও, খুলবে না জুয়েলারী দোকান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে