নাটোরে মেয়াদ উত্তির্ণ সামগ্রি পুন: বাজারজাতের চেষ্টায় কিষোয়ানে জরিমানা

0
496

মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রি পুনরায় বাজারজাতের চেস্টায় কিষোয়ানের সুপার ভাইজারের জরিমানা

স্টাফ রিপোর্টার

নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় কিষোয়ান-বনফুলের প্রায় ৫০ মণ মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রি নতুন করে প্যাকেট জাতের প্রচেস্টায় অভিযোগে জাকারিয়া নামের ওই প্রতিষ্ঠানের সুপার ভাইজারের ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)আবুল হাসান এই জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি)আবুল হাসান জানান,কিষোয়ান নাটোর কারখানার লাচ্চা বিভাগের সুপার ভাইজার জাকারিয়া প্রায় ৫০ মণ মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রি সদর উপজেলার চাঁদপুরে গুদামজাত করেন। গোয়েন্দা পুলিশের তথ্যে ভিত্তিতে সেগুলো জব্দ করা হয়। পাশপাশি মেয়াদ উত্তির্ণ ওই সামগ্রি গুলো নতুন প্যাকেট করে বাজার জাত করার উর্দেশ্যে গুদামজাত করায় নাটোর কারখানার সুপার ভাইজার জাকারিয়ার ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ৫০ মণ বিস্কুট, লাচ্চা, নুডুলস সহ বিভিন্ন খাদ্য সামগ্রি ধ্বংস করা হয়।

কিশোষান নাটোর কারখানার এজিএম এডমিন আহসান হাবিব জানান, ঘটনার তারা তদন্ত করছেন। তদন্ত শেষে জাকারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে আলোচিত শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেষ্টার প্রধান আসামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে