নাটোরের গুরুদাসপুরে এলাকাবাসি মিলে জলাবদ্ধতা নিরসন

0
293

নাটোরে গুরুদাসপুরে এলাকাবাসি মিলে জলাবদ্ধতা নিরসন

স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুরে ২০০ জন কৃষকের প্রায় ৩০০ বিঘা জমির পানি নিষ্কাশন করে চাষাবাদের জন্য এলাকাবাসি মিলে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাচপুরুলিয়া গ্রামের ২০০ জন কৃষক কোদাল ও ভেকু মেশিন দিয়ে ১০০০ফিট লম্বা জায়গা খনন করে নিচে পাইপ দিয়ে ওই নিষ্কাশন ব্যবস্থার কার্যক্রম শেষ করেছেন। ফলে ওই বিলে এখন থেকে আর জলবদ্ধতা লেগে থাকবেনা। মঙ্গলবার শেষ বিকেলে সরেজমিনে গিয়ে দেখাযায়, অপরিকল্পিত ভাবে পুকুর খনন করার কারনে পানি বের হতে পারতো না। পানি বের না হওয়ার কারনে জলাবদ্ধতায় লেগেই থাকতো। মাঠে অবস্থিত প্রত্যেক জমির কৃষক মিলে চাষাবাদ করার জন্য নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশন কার্যক্রম করেন।

পাাানিননিষ্কাশন বাবদ তাদের স্বেচ্ছাশ্রম ছাড়াও নগদ খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্যোক্তা ওই এলাকার সমাজ সেবক মোঃ হাফিজুর রহমান জানান, অপরিকল্পিত ভাবে পুকুর খনন করার কারনে আমাদের মাঠের ৩০০ বিঘা জমি জলাবদ্ধতায় পরিনত হয়েছিল। সব সময় জমিতে পানি জমে থাকার কারনে চাষাবাদ করা সম্ভব ছিলনা। এখন থেকে এই বিলে আর জলবদ্ধতা থাকবেনা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় জিপিএ ৫ পেয়েও রুমেটের ভাল কলেজে ভর্তির স্বপ্ন ভঙ্গের শংকা
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে শিক্ষিকা হত্যাচেষ্টার আসামী রানার গ্রেফতার দাবীতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে