নাটোরের গুরুদাসপুরে বন্যাকবলিতদের ত্রাণসামগ্রী বিতরণ জেলা প্রশাসনের

0
291
Natore-ADC

নাটোরেকন্ঠ:জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে ত্রাণসামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসনের কর্তারা।

আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম উপজেলার বিলশা গ্রামের বন্যাকবলিত ৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রীর প্যাকেট বিতরণ করেন। ত্রান বিতরনের সময় গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন, এনডিসি মো. জাকির মুন্সি, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোর জেলা প্রশাসকের পক্ষ থেকে বিতরণকৃত ওই ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১টি করে সাবান। বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধনাটোরে করোনা মুক্ত হওয়ায় সাংবাদিক জাহিদ হাসানকে ফুলেল শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে