নাটোরে অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান

0
294
Natore

নাটোরকন্ঠ: নাটোরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বিনামূল্যে অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে  সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে প্রথম তিন ব্যাচের সেরা ০৯ প্রশিক্ষণার্থীদের মাঝে এ সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অর্থায়নে এবং জেলা প্রশাসন নাটোরের তত্ত্বাবধানে এই কোর্সটি পরিচালি হয়েছে বলে জানান বক্তারা। এসময় বক্তারা বলেন, তিন ব্যাচের মোট ৩৩ জনের মধ্যে ১২ জন প্রশিক্ষণার্থী ইতোমধ্যে আউটসোর্সিং এর মাধ্যমে আর্নিং শুরু করেছেন এবং বাকিরাও খুব শীঘ্রই মার্কেট প্লেসে তাদের অবস্থান করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব শরীফ শাওন, সহকারী কমিশনার, জনাব মোঃ শাহাদাত হোসেন, সহকারী প্রোগ্রামার, কোর্স কো-অর্ডিনেটর ও প্রশিক্ষকগণ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর মসজিদ মার্কেটে বেশি দামে মোবাইল বিক্রি করায় জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে বন্যাকবলিতদের ত্রাণসামগ্রী বিতরণ জেলা প্রশাসনের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে