নাটোরের বড়াইগ্রামে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি, করোনা আক্রান্ত ১৭ জন, সুস্থ্য ১০ জন

0
791
Bonpara

স্টাফরিপোর্টার, নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রামে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। সাথে পাল্লা দিয়ে চলছে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব না মানার প্রতিযোগিতা। রাস্তা ঘাট, দোকান পাট ,গ্রামের বাজার, পাড়া, মহল্লা এমনকি ঔষধের দোকানের কেউ ব্যাবহার করছে না মাস্ক, মানুষ যেন করোনা নিয়ে নির্বিকার। তারা চলছে তাদের মত করেই। সবাই যেন নিজেকে ছেড়ে দিয়েছেন ভাগ্যের হাতে। এমত অবস্থায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য সচেতন মানুষেরা। তারা চাইলেও মানুষের ভীড় এড়িয়ে চলতে পারছেন না। সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনে সংখ্যা।এটা এখন সচেতন মানুষের ভাবনার বিষয়।

সরোজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,বাজারের কিছু কিছু দোকানের সামনে রাখা হয়েছে হাত ধোয়ার জন্য পাত্র ও সাবান। কিন্তু তা ব্যবহার করছেন না কেউ। অনেকের মুখেই নেই মাস্ক। চায়ের স্টল, মুদীর দোকান , সর্বত্রই মানুষের ভীড় । নেই সামাজিক দুরত্ব মেনে চলার কোন তাগিদ। ফলে সামজিক মাধ্যমেও করোনার মত ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে প্রতি পদে। পাড়ায় মহল্লার ভিতরে ভীড় করে চলছে আড্ডা। অপেক্ষাকৃত কম বয়সের তরুণরা দল বেধে চলা ফেরা করছে সর্বত্রই। এ যেন আইন না মানার একটি প্রতিযোগিতা। দোকানগুলোতে ভীড় বাড়লেও ওই ব্যবসায়ি সামাজিক দুরত্ব মানার কোন তাগিদ দিচ্ছেন না। ফলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

নাটোরের বড়াইগ্রামে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত বড়াইগ্রামে ৫০৭জনের নমুনা সংগ্রহের মধ্যে ২৮৬টি ফলাফল এসেছে। তার মধ্যে ১৭ জনের পজিটিভ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১০ জন। যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি লকডাউন করাসহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিতোষ কুমার রায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচলমান করোনা যুদ্ধ আঁকছে মুক্তিযুদ্ধের ছবি-রফিকুল ইসলাম নান্টু
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় শিক্ষিকাদের অবৈধ প্রস্তাবের অভিযোগ ইফার সুপারভাইজারের বিরুদ্ধে, নির্যাতনের অভিযোগ স্ত্রীর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে